৪৫৮ বোতল বিদেশি মদ, ৬ হাজার ক্যান বিয়ার উদ্ধার

উত্তরার কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অনুমোদনহীন বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরায় কিং ফিশার রেস্টুরেন্টের লেক ভিউ বারে অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাতের ওই অভিযানে ৪৫৮ বোতল অনুমোদনহীন বিদেশি মদ ও ৬ হাজার ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

অভিযানে বিষয়ে জানাতে আজ শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই সেই বারের কর্মচারী। তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি মদ ও বিয়ারের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ডিবি জানায়, উদ্ধার হওয়া মদ ও বিয়ার উত্তরার গরীবে নেওয়াজ সড়কের একটি ভবনের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলায় মজুত করা ছিল। এসব মদ ও বিয়ার আমদানির কোনো বৈধ নথি দেখাতে পারেনি বার কর্তৃপক্ষ। যদি বিদেশ থেকে আমদানি করা হয়, তবে শুল্ক বিভাগের ছাড়পত্রের নথি থাকবে। আর যদি পর্যটন করপোরেশন থেকে নেওয়া হয়, তবে তাদের নথি থাকবে। এগুলোর কিছুই বার কর্তৃপক্ষ দেখাতে পারেনি।

ডিবি কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এই বারে উঠতি বয়সের শত শত তরুণ-তরুণীর যাওয়া-আসা আছে। সেখানে পার্টির নামে গানবাজনাসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয়। তবে এসবের জন্য বার কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানা থেকে অনুমতি নেয়নি। বারের নথিপত্রগুলো চাওয়া হবে। ওই বারে কাদের যাতায়াত ছিল, তাঁদের বিষয়েও খোঁজ নেওয়া হবে।

অভিযানে যাঁদের গ্রেপ্তার করা হয়

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবু সালেহ (৩৮), মো. মোহন (২১), মুকুল (৪০), মো. সিব্বির আহম্মেদ (২৫), রাসেল (২৪), আবুল কাসেম মিন্টু (৪২), নাহিদ দারিয়া (২০), শান্ত ইসলাম (২২), আলিম উদ্দিন (২৪), জালাল উদ্দিন (৩২), সাজ্জাদ হোসেন (২৭), রহমত আলী (২৫), খালেক সাইফুল্লাহ (২৭), ইমরান (৩৯),  মো. সাহান শেখ (২৪), মো. মোফাজ্জেল (৫০), ওবায়েদ মজুমদার (২৪), ইবাদত খান (৩২), রাইস উদ্দিন (২৫), রায়হান (২১), মো. রুবেল (২৮), রিফাত (১৮), ফয়সাল (২২), শরিফুল ইসলাম (১৮), রাসেল (১৮), জাহিদ হাসান (১৮), রওশন জামিল রাসেল (৩০), হুমায়ুন কবির (২৫), তোফাজ্জেল হোসেন (২০), মো. রিয়াদ হোসেন (২৪), আল আমিন (৩১), কাইয়ুম (২২), নয়ন দাস (২৮), শাওন দাস (২২) ও মাহমুদুল হাসান (২১)।