যৌন নিপীড়ককে পুলিশে দিলেন জবি ছাত্রী

থানা হাজতে অভিযুক্ত ওমর ফারুক
ছবি: সংগৃহীত

যৌন নিপীড়ন ও মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রী নিজেই পুলিশে দিয়েছেন। মঙ্গলবার বিকেলে যৌন হয়রানির ঘটনা ঘটে। রাতে স্থানীয় লোকজন, সহপাঠী ও পুলিশের সহায়তায় অভিযুক্তকে পুলিশে ধরিয়ে দেন ভুক্তভোগী।

অভিযুক্ত ওমর ফারুক (৪৬) ওয়ারী থানার ৩৫ নম্বর ওয়ার্ডের নারিন্দা এলাকার বাসিন্দা। এ ঘটনায় করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা।

মামলার এজাহারে ঘটনা সম্পর্কে বলা হয়, ভুক্তভোগী ছাত্রী ওয়ারীর টিকাটুলিতে টিউশনি করান। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেল পাঁচটায় টিউশনিতে যাচ্ছিলেন তিনি। ওয়ারীর নারিন্দা সড়কের স্টার বেকারির সামনের গলির মাথায় পৌঁছালে অভিযুক্ত ফারুক পেছন থেকে তাঁকে উদ্দেশ করে কিছু বলতে থাকেন। পেছনে ফিরে কারণ জানতে চাইলে, অশ্লীল অঙ্গভঙ্গি করেন ফারুক।

এজাহারে আরও বলা হয়, প্রতিবাদ করলে ওই ছাত্রীর সামনের দিকে ঝোলানো ব্যাগ হাত দিয়ে টান দেন এবং যৌন নিপীড়ন করেন অভিযুক্ত। একপর্যায়ে লাথি দিয়ে ওই ছাত্রীকে সড়কে ফেলে দেওয়া হয়। পরে অভিযুক্ত ব্যক্তি তাঁকে ইট দিয়ে আঘাত করারও চেষ্টা করেন।

ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘পরে স্থানীয় লোকজন ও আমার সহপাঠীদের সহায়তায় ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছি।’

অভিযুক্তকে আটকের সময় ওই ছাত্রীর বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীও সঙ্গে ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘটনা জানতে পরে আমরা অভিযুক্ত ব্যক্তির বাড়ির সামনে যাই। আপু (ভুক্তভোগী ছাত্রী) আগে থেকেই অভিযুক্তকে চিহ্নিত করে তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। আমরা গিয়ে দেখি, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরে অভিযুক্তকে থানায় নিয়ে গ্রেপ্তার দেখায় পুলিশ।’