জগন্নাথের জোবায়েদকে হত্যা: সন্দেহভাজনকে থানায় দিলেন মা
ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা জোবায়েদ হোসেন হত্যায় প্রধান সন্দেহভাজন মাহির রহমানকে আজ বংশাল থানায় পুলিশের কাছে সোপর্দ করেন তার মা। মাহিরের খালু ইমরান শেখকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিশ। এই ঘটনায় মাহিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, প্রেমের কারণে এই হত্যাকাণ্ড। জোবায়েদের পরিবার মামলা করতে চাইলেও, পুলিশের পরামর্শে সেটি এখনো হয়নি।