উত্তরায় প্রকাশ্যে কোপানোর ঘটনায় আরও দুজন গ্রেপ্তার, দুটি রামদা উদ্ধার

গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তিছবি: ডিএমপি

রাজধানীর উত্তরার সড়কে প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। এ ছাড়া হামলায় ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়।

গত সোমবার রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে এক দম্পতিকে প্রকাশ্যে কোপানো হয়।

আরও পড়ুন
উদ্ধার হওয়া দুটি রামদা
ছবি: ডিএমপি

এ ঘটনায় ঘটনাস্থল থেকে মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) নামের দুজনকে গ্রেপ্তারের তথ্য গতকাল মঙ্গলবার জানায় পুলিশ। এ ঘটনায় করা মামলায় আদালতের মাধ্যমে তাঁদের ইতিমধ্যে রিমান্ডে নিয়েছে পুলিশ।

এ ছাড়া গতকাল বিকেলে আবদুল্লাহপুর এলাকা থেকে আলফাজ (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তারের তথ্য আজ জানানো হলো। তাঁরা হলেন সাইফ (২৫) ও সজীব (২৩)।

আরও পড়ুন

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বলেন, হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফ ও সজীবকে গতকাল রাতে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রওনক জাহান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কুপিয়েছেন আলফাজ ও সাইফ। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে রবির বিরুদ্ধে আগে থেকেই মামলা ছিল।

হামলার ঘটনায় গতকাল ভোরে উত্তরা পশ্চিম থানায় ভুক্তভোগী নারী সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

আরও পড়ুন