তাওসিফ জাওয়াদ নিখোঁজ
অনলাইনে শিক্ষাদানকারী প্রতিষ্ঠান শিখো ডটকমের ব্যবসা শাখার কর্মকর্তা তাওসিফ জাওয়াদ আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল মঙ্গলবার রাত ৯টা থেকে তিনি নিখোঁজ। এ ঘটনায় তাওসিফের বোন তানজিনা আহমেদ হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন আজ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাওসিফ জাওয়াদ আহমেদকে খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। তবে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।
যোগাযোগ করা হলে তাওসিফের বোন তানজিনা আহমেদ প্রথম আলোকে বলেন, বাবা, মা, তাওসিফসহ তাঁরা রামপুরার ভাড়া বাসায় বসবাস করেন। তাঁর ভাই শিখো ডটকমের ‘বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট’ বিভাগে কাজ করেন। গতকাল রাত ৯টায় অফিস শেষে তিনি বাসায় আসেন। এরপর এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য নিচে যান তাওসিফ। কিন্তু রাত ১১টার সময়ও বাসায় ফিরে না আসায় তিনি তাঁর ভাইয়ের মুঠোফোনে কল দেন। কিন্তু মুঠোফোন বন্ধ পান। এর পর থেকে তাঁর কোনো খোঁজ নেই।
তানজিনা আহমেদ আরও বলেন, ‘২৪ ঘণ্টা পার হয়ে গেলেও আমার ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। আমাদের জানামতে, ভাইয়ের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন। সর্বশেষ তিনি শিখো ডটকমে যোগ দেন।’