জমির জন্য চোখ উপড়ে ফেলার অভিযোগ
বরিশালের মুলাদীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ভাই ও স্বজনদের বিরুদ্ধে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ করেছেন রিপন মিয়া নামে এক ব্যক্তি।২২ আগস্ট রাতে এই ঘটনা ঘটে। রিপনের স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে আদালতে মামলা করেছেন, যেখানে রিপনের বাবা, ভাইসহ আটজনকে আসামি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, রিপন আর চোখে দেখতে পারবেন না।