লাশ
প্রতীকী ছবি

বালু নদ থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স ৩৫ বছর হতে পারে বলে নৌ পুলিশ ধারণা করছে। রাজধানীর খিলগাঁও থানার অংশের নদে গতকাল শুক্রবার রাতে লাশটি ভেসে ওঠে।

রাজাখালী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এসআই আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, বালু নদে একটি লাশ ভেসে উঠেছে, এমন খবর পেয়ে সেখানে যান তিনি। পরে লাশ উদ্ধার করে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে অন্য কোথাও খুন করে লাশ বালু নদে ফেলে যাওয়া হয়েছে।