ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের
ঈদ সামনে রেখে রাজধানীতে পুলিশের নিরাপত্তাচৌকি জোরদার করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আসন্ন ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিয়ে রোববার এক সমন্বয় সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
রাজধানীর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে অবস্থিত ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা এবং ঈদের ছুটিতে ঢাকা মহানগরে যারা থাকবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে সড়ক, রেল ও নৌযান চলাচল, যাত্রীদের সার্বিক সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণ করতে হবে। ঘরমুখী মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনাসহ সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করা এবং ঈদের জামাত সুষ্ঠুভাবে আদায় করার বিষয়ে সমন্বয় সভায় আলোচনা করা হয়।
খন্দকার গোলাম ফারুক বলেন, ঈদে অধিকাংশ মানুষ ঢাকা শহর ছেড়ে গ্রামের বাড়িতে যান। এতে ফাঁকা হয়ে পড়া বাসাবাড়িতে নিরাপত্তার ঘাটতি দেখা দেয়। এ ছাড়া ঈদ সামনে রেখে অজ্ঞান পার্টি-মলম পার্টি ও ছিনতাই যাতে বাড়তে না পারে, সেদিকে পুলিশকে তৎপর থাকতে হবে।
ডিএমপি সূত্র জানায়, সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যাব, পুলিশের বিশেষ শাখা, হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তর, গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি), পুলিশ সুপার নারায়ণগঞ্জ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, নৌপরিবহন অধিদপ্তর, সরকারি–বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থা, বিআইডব্লিউটিএ, বাস-মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, লঞ্চ শ্রমিক সমিতি, বিজিএমইএ, বিকেএমইএ, ঢাকার দুই সিটি করপোরেশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।