ঢাকা মেডিকেলের সামনের ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নবজাতক
প্রতীকী ছবি

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক নূরে আলম প্রথম আলোকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ–সংলগ্ন ফুটপাতে কুকুরের মুখে ছিল নবজাতকের দেহ। তখন স্থানীয় লোকজন সেখান থেকে মরদেহটি ছাড়িয়ে নেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।

নূরে আলম বলেন, ধারণা করা হচ্ছে, হাসপাতালের জরুরি বিভাগের কাছে ডাস্টবিনে কে বা কারা নবজাতককে ফেলে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।