ফেসবুকে মানহানিকর তথ্য ছড়ানোয় এক ব্যক্তি কারাগারে

কারাগার
প্রতীকী ছবি

চট্টগ্রামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর নাম জসিম উদ্দিন (৪৭)। মঙ্গলবার সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবির এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামি জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।

আদালত সূত্র জানায়, গত বছরের ১২ মার্চ থেকে এক সপ্তাহ ধরে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার মাছ ব্যবসায়ী আবদুল মান্নানকে নিয়ে ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ান জসিম উদ্দিন। এ অভিযোগে আবদুল মান্নান বাদী হয়ে একই বছরের ৩ এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।

আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে সিআইডি আদালতে চলতি বছরের ৩ এপ্রিল প্রতিবেদন জমা দেয়। সেখানে অভিযোগের সত্যতা পাওয়া যায়।