ঢাকার তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

নিহত আজিজুর রহমান ওরফে মুছাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদকছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান ওরফে মুছাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক। তাঁর সঙ্গে থাকা আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। আবু সুফিয়ান নামের ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বির গুলিতে নিহত হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তাঁর অনুসারীরা। আজ বুধবার রাতে পান্থপথের বিআরবি হাসপাতালের সামনে
ছবি: মীর হোসেন

পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম প্রথম আলোকে বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করে দুর্বৃত্তরা। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমানের পেটে গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মোছাব্বিরের লাশ রাতেই ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায় পুলিশ।

কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে বিক্ষোভ মিছিল করছেন ক্ষুব্ধ লোকজন। রাত সাড়ে ১১টা। ৭ জানুয়ারি
ছবি: জাহিদুল করিম

স্থানীয় লোকজন জানান, স্টার কাবাবের গলিতে আজিজুর রহমান, আবু সুফিয়ানসহ কয়েকজন স্টার কাবাবের গলিতে আড্ডা দিচ্ছিলেন। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

এ ঘটনার পর রাতে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন বিক্ষুব্ধ একদল লোক। এতে ওই মোড় দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

স্থানীয় লোকজন জানান, আওয়ামী লীগ সরকারের আমলে আজিজুর রহমান একাধিকবার গ্রেপ্তার হয়েছেন।