ক্যালিফোর্নিয়া থেকে শিখে ঢাকার বাসায় মাদকের চাষ

অপ্রচলিত মাদক ‘কুশ’–এর গাছ। ঢাকার ওয়ারীর বাসায় এই মাদকের চাষ করা হচ্ছিলছবি: মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সৌজন্যে

ক্যালিফোর্নিয়ায় শিখে ঢাকার ওয়ারীতে ‘কুশ’ চাষের ল্যাব তৈরি করেন তৌসিফ হাসান (২২), যা বিদেশ থেকে রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণ করতেন। তাঁর বান্ধবী কুরিয়ারে ৩২টি ইয়াবা যুক্তরাষ্ট্রে তৌসিফের কাছে পাঠানোর চেষ্টা করলে গোয়েন্দা তথ্যে টঙ্গী ফেডেক্স কার্যালয়ে তা উদ্ধার হয়। পরে খিলগাঁও থেকে বান্ধবী ও ওয়ারী থেকে তৌসিফের তত্ত্বাবধায়ক গ্রেপ্তার হন। ওয়ারীর বাসায় অভিযানে ‘কুশ’ চাষের ল্যাব, বীজ, গাছ, উপকরণ ও মাদক উদ্ধার হয়।