ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার হত্যায় ৮ জন গ্রেপ্তার: ডিএমপি

শাহরিয়ার আলম সাম্যছবি: শাহরিয়ারের ফেসবুক থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে সংবাদমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়েছে, শাহরিয়ার হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁদের গ্রেপ্তারের মধ্য দিয়ে এই হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়েছে।

আরও পড়ুন

তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় সম্পর্কে খুদে বার্তায় কিছু জানায়নি ডিএমপি। খুদে বার্তায় বলা হয়েছে, আজ বিকেল পৌনে পাঁচটায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। বিস্তারিত জানাবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আরও পড়ুন

১৩ মে দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

আরও পড়ুন
আরও পড়ুন