পরিবহনে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৪

যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার র‌্যাব–১০–এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব–১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যানবাহন থেকে চাঁদা আদায়ের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গতকাল মঙ্গলবার রাতে র‌্যাব-১০–এর একটি দল চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছিলেন। তাঁদের কাছ থেকে ভুয়া চাঁদা আদায়ের রশিদ বই ও চাঁদা আদায়ের আড়াই হাজার টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন

র‌্যাব-১০ জানায়, বিভিন্ন পণ্যবাহী পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় অভিযান চালানো হয়। গ্রেপ্তার চারজন হলেন মো. নাসির (২০), তরিকুল ইসলাম (১৯), আলী হোসেন (৩৫) ও আবুল হোসেন (২৫)।

র‌্যাব-১০–এর সহকারী পরিচালক (অপস.) এনায়েত কবীর শোয়েব প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী গোলচত্বরের আশশের বিভিন্ন রাস্তায় বিভিন্ন পরিবহনের চালক ও সহকারীকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার প্রথম আলোর প্রথম পাতায় ‘ঢাকা দক্ষিণ সিটি: রাতের ঢাকায় লাঠি, রড হাতে চাঁদাবাজি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। র‌্যাবের এক কর্মকর্তা জানান, প্রথম আলোর সংবাদ প্রকাশের পর গোয়েন্দা তথ্য সংগ্রহ করে চার চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।