সনদ ছাড়া চিকিৎসা, ওষুধ রাখার ফ্রিজে মাছ–মাংস, রাজধানীর ৩ ক্লিনিককে জরিমানা

র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত রোববার রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকায় তিনটি ক্লিনিকে অভিযান চালান
ছবি: সংগৃহীত

সনদ ছাড়া চলছিল চিকিৎসা। ব্যবহার করা হচ্ছিল মেয়াদোত্তীর্ণ ওষুধ। এমনকি ওষুধ রাখার ফ্রিজে রাখা হয়েছিল মাছ-মাংস। এসব অপরাধে রাজধানীর তিনটি ক্লিনিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে ওই তিন ক্লিনিককে জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।

ক্লিনিক তিনটি হলো উত্তরখান এলাকায় ফাস্ট কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় কেয়ার প্লাস ডায়াগনস্টিক সেন্টার ও আজমপুর কাঁচাবাজার এলাকায় ফাতেমা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল সার্ভিস।

র‍্যাব জানিয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক পরিচালনা, ওষুধ রাখার ফ্রিজে মাছ-মাংস সংরক্ষণ, সনদ ছাড়া চিকিৎসা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অপরাধে ফাস্ট কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের স্বত্বাধিকারী মো. মোশারফ হোসেন, কেয়ার প্লাস ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ আবদুল্লাহ ও ফাতেমা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল সার্ভিসের স্বত্বাধিকারী মোছা. ফারজানা ইয়াসমিনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।