বিএনপি নেতা এ্যানির ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ বুধবার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে হাজির করে পুলিশ
ছবি: খালেদ সরকার

রাজধানীর ধানমন্ডি থানায় নাশকতার পুরোনো মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছে।

আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শহীদ উদ্দিন চৌধুরীকে হাজির করে ধানমন্ডি থানার পুলিশ এই রিমান্ড আবেদন জানায়।

শহীদ উদ্দিন চৌধুরী বিএনপির মিডিয়া সেলেরও সদস্যসচিব। গতকাল মঙ্গলবার গভীর রাতে ধানমন্ডি এলাকার বাসা থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকে নাশকতার মামলায় গ্রেপ্তারের কথা জানানো হয়।

থানা-পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ২৩ মে রাজধানীর সিটি কলেজের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়। পুলিশের দায়ের করা এই মামলা শহীদ উদ্দিন চৌধুরীর নাম রয়েছে। এ মামলাতেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাশকতার মামলাটিতে শহীদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) শহীদী হাসান।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত ২৩ মে রাজধানীর সিটি কলেজের সামনে নাশকতামূলক কর্মকাণ্ড করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সেদিন আসামিরা পুলিশের ওপর আক্রমণ করেন, ককটেলের বিস্ফোরণ ঘটান। পরস্পর যোগসাজশে সরকার উৎখাত করাসহ জনসাধারণের জানমালের ক্ষতিসাধন করার জন্য আসামিরা এই কাজ করেছেন।