মাদকের ৫৯% মামলাই ভেস্তে যায়

মাদক মামলায় ৫৯% আসামি খালাস পেয়ে যান, কারণ ত্রুটিপূর্ণ এজাহার, দুর্বল তদন্ত, নিরপেক্ষ সাক্ষীর অভাব, জব্দ তালিকায় গরমিল এবং তদন্তে গাফিলতি। প্রথম আলোর বিশ্লেষণে দেখা গেছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে ৫০০টি মাদকের মামলার রায় পর্যালোচনায় সাজার হার মাত্র ৪১%। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশে অপরাধের ৩৮% মাদকসংক্রান্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, দায়সারা তদন্তের কারণে আসামিরা খালাস পেলে ব্যবস্থা নেওয়া হবে।