কিশোর গ্যাং ‘জালাল বাহিনী’র ৮ সদস্য গ্রেপ্তার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর ও কদমতলী এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও যৌন হয়রানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাং ‘জালাল বাহিনী’র জালালসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তবে বয়স বিবেচনায় গ্যাংয়ের আরও আট সদস্যকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
গত রোববার ঢাকার তিন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানায় র্যাব-১০।
র্যাব জানায়, জালালের নেতৃত্বে এই তিন থানার জনসমাগমপূর্ণ স্থানে একা পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরতেন এ কিশোর গ্যাংয়ের সদস্যরা। আশপাশে কেউ কিছু বোঝার আগেই দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীর মানিব্যাগ, টাকা, সোনার গয়না, মুঠোফোন, ল্যাপটপসহ সঙ্গে থাকা জিনিসপত্র ছিনিয়ে নিতেন তাঁরা।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই কিশোর গ্যাংয়ের সদস্যরা চুরি–ছিনতাই ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, যৌন হয়রানি, পাড়া-মহল্লায় মারামারি ও মুঠোফোনের মাধ্যমে ‘অসামাজিক ও অশ্লীল’ টিকটক ভিডিও তৈরি করে সেসব ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রচার করে আসছিলেন।
র্যাব আরও জানায়, ‘জালাল বাহিনী’ নামের এই কিশোর গ্যাংয়ের প্রধান মো. শাহ জালাল (১৯), মোকাব্বির হোসেন আয়ান (১৯), ইমন সরদার (২০), মো. রাসেল (১৯), মো. সুজন (১৯), মো. মুন্না হোসেন (১৯), মো. রাজু (১৯), মো. হাসানকে (১৯) গ্রেপ্তার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া অন্য আটজনের বয়স ১৬ বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের। পরিবারের কাছে হস্তান্তর করা আটজনকে নজরদারিতে রাখা হবে বলেও জানিয়েছে র্যাব।