মোছাব্বির হত্যা: শুটার-পরিকল্পনাকারীসহ ৩ গ্রেপ্তার
রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মোছাব্বিরকে (৪৪) গুলি করে হত্যার ঘটনায় শুটার জিনাত ও পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি। গতকাল শুক্রবার রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিবির শীর্ষ কর্মকর্তা আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মোছাব্বির ৫ আগস্ট সরকার পতনের পর রাজনীতিতে সক্রিয় হন। তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার এ ঘটনায় মামলা করেছেন।