নতুন জঙ্গি সংগঠনের আরও এক সদস্য পল্লবী থেকে গ্রেপ্তার
তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী) নামে নতুন একটি জঙ্গি সংগঠনের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেপ্তার করা ব্যক্তির নাম বাঁধন হোসেন। গত বৃহস্পতিবার রাজধানীর পল্লবী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিইউ এ তথ্য জানায়।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তার করে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ওই তিনজনকে গ্রেপ্তার করার পর এটিইউ জানিয়েছিল, তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী) নতুন একটি জঙ্গি সংগঠন। গ্রেপ্তার তিন ব্যক্তির একজন জুয়েল মোল্লা সংগঠনটির প্রধান। অন্য দুজন হলেন রাহুল হোসেন ও গাজীউল ইসলাম।
এটিইউর ভাষ্যমতে, তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী) তাদের সংগঠনের সদস্য সংগ্রহের তৎপরতা চালাচ্ছে। সংগঠনটি সশস্ত্র উগ্রবাদী মতবাদের ব্যাপক প্রচার-প্রচারণা ও নানামুখী সন্ত্রাসী হামলার ছক এঁকে উসকানিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।