বাড্ডার সাবেক এসি রাজন কারাগারে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহাকে কারাগারে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে করা একটি মামলায় আজ বুধবার এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রাজন সাহাকে গ্রেপ্তারের পর ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারে নেতৃত্বে বিচারিক প্যানেল তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজন সাহাকে র‍্যাবে বদলি করা হয়। সর্বশেষ তিনি র‍্যাব-৫–এ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন।