ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা প্রথম আলোকে বলেন, সকালে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আমুলিয়া মডেল টাউন এলাকা থেকে ২৬ বছর বয়সী মিরাজের লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় গামছা প্যাঁচানো ছিল, মুখমণ্ডল থেঁতলে দেওয়া হয়েছে। ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নিতে তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনার পর তাঁর রিকশাটি আর খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা ফারুক মোল্লা বলেন, গতকাল রোববার তিনি শ্যামপুরের বটতলার বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টার মধ্যে যেকোনো সময় তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। মিরাজের বাড়ি বরিশালে। বাবার নাম আলী হোসেন খাঁ। শ্যামপুর বটতলায় তিনি পরিবার নিয়ে থাকতেন।