নকল ওষুধ বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি

গ্রেপ্তারপ্রতীকী ছবি

হেপাটাইটিস বি–র নকল ওষুধ বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার রাজধানীর কোতোয়ালী ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. আনোয়ার হোসেন (৪৪), অসিম ঘোষ (৪৬), মো. মশিউর রহমান ওরফে মিঠু (৩৮) ও নূরনবী (৩৫)।

সোমবার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি বলেন, সম্প্রতি ডিবির অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের নকল ওষুধসহ একটি চক্রকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মদ হারুন অর রশিদ আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পুরান ঢাকার মিটফোর্ড থেকে ওষুধের কাঁচামাল সংগ্রহ করে দেশি-বিদেশি বিভিন্ন ইনজেকশন তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলেন। হেপাটাইটিস বি রোগ প্রতিরোধের জন্য হেপাবিগ ভ্যাকসিন নামের ইনজেকশন ব্যবহার করা হয়। দেশের বাজারে প্রায় সাড়ে ৪ হাজার টাকা দামের কোরিয়ান এই ভ্যাকসিনটি কেরানীগঞ্জে তৈরি করে আসছিল চক্রটি।