খুলনার সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আজ সোমবার তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
একই অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তাঁর স্ত্রী পপি রানী ভৌমিকের বিরুদ্ধে মামলা করা হয়।
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, মো. আক্তারুজ্জামানের বিরুদ্ধে ৩ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।
আর আকাশ কুমার ভৌমিকের বিরুদ্ধে ১৪ কোটি ৯৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তাঁর স্ত্রী পপি রানী ভৌমিকের বিরুদ্ধে ৪ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলা করা হয়েছে।