পল্লবীতে আওয়ামী লীগ নেতার বাড়ির পেছনের নালা থেকে ১৫৫টি গুলির খোসা উদ্ধার
রাজধানীর পল্লবীতে এক আওয়ামী লীগ নেতার বাড়ির পেছনে নালা পরিষ্কার করার সময় ১৫৫টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে এসব খোসা উদ্ধার করা হয়। পুলিশ বলছে, পল্লবী থানার ৫১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীরের বাসার কাছের একটি নালা থেকে এসব গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এসব গুলি ব্যবহার করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।