স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে বিশৃঙ্খলাকারী যুবক কারাগারে
রাজধানীর কাকরাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বক্তব্যের সময় মঞ্চে উঠে বিশৃঙ্খলা করার অভিযোগে আটক তরুণ মারুফ আহমেদকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
গত শুক্রবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজসংস্কার সমিতির ত্রিবার্ষিক সম্মেলন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বক্তব্য দিতে মঞ্চে উঠলে মারুফ সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তখন পুলিশ তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যায়। পরে তাঁকে রমনা থানায় নেওয়া হয়।
শনিবার সন্ধ্যায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান প্রথম আলোকে বলেন, মারুফ কোনো সংগঠনের সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে পরিবারের সদস্যদের কাছে তথ্য চাওয়া হয়। তবে তাঁরা কোনো খারাপ তথ্য দেননি। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মামলা না করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।