কামরাঙ্গীরচরে গুলি করে একজনকে হত্যা
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় মো. রমজান ওরফে পেটকাটা রমজান (৪৩) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তাঁকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার প্রথম আলোকে বলেন, রমজানের বিরুদ্ধে হত্যা ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি লালবাগের ইসলামবাগ এলাকায় থাকতেন। মুসলিমবাগের লবণ ফ্যাক্টরি এলাকায় তাঁর লাশ রাস্তার পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে এমন সংবাদ পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি জানান, রমজানের ঘাড়ে ও বুকে দুটি গুলি করা হয়েছে। তাঁর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, এ বিষয়ে অনুসন্ধান চলছে।