রাজধানীতে কর্মজীবী নারী হোস্টেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝুলন্ত মরদেহপ্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘কর্মজীবী নারী হোস্টেল’ থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে হোস্টেলের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ঢাকার দোহার এলাকায় অগ্রণী ব্যাংকে চাকরি করতেন। তিনি কর্মজীবী নারী হোস্টেলেই থাকতেন। তিনি বিবাহিত। তাঁর বাড়ি বরিশাল সদর উপজেলার পলাশপুর গ্রামে। তাঁর বাবার নাম জাহাঙ্গীর হোসেন খন্দকার।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, দুপুরে খবর পেয়ে হোস্টেলে গিয়ে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন রিয়া।

মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।