সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, ঢাবির দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সোহরাওয়ার্দী উদ্যান
ফাইল ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে গিয়ে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন একটি বিপণিবিতানের একজন বিক্রয়কর্মী। এ ঘটনায় ওই ব্যক্তির করা মামলায় গতকাল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়।

গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা হলেন নূর উদ্দিন আহমেদ ও আবদুল্লাহ আল মুনতাসির ওরফে শুভ। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র। এর মধ্যে নূর উদ্দিন কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক সহসম্পাদক। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়। আর আবদুল্লাহ আল মুনতাসির জহরুল হক হল শাখার সহসভাপতি। গতকাল সন্ধ্যায় ছিনতাইয়ের পর রাতেই তাঁরা পুলিশের হাতে গ্রেপ্তার হন। আজ বৃহস্পতিবার এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়।

এ ঘটনার ভুক্তভোগী জোবায়ের হোসেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা। তিনি এখন ঢাকার পল্টনের একটি বিপণিবিতানে বিক্রয়কর্মীর কাজ করেন।

মামলার এজাহারে তিনি বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারের পশ্চিম পাশে দাঁড়ানোমাত্র নূর উদ্দিন আহমেদ ও আবদুল্লাহ আল মুনতাসির এবং তাঁদের সহযোগী মো. রাজীব মিলে তাঁকে ঘিরে ধরেন এবং তাঁর কাছে যা আছে, তা বের করে দিতে বলেন। অস্বীকৃতি জানালে তাঁরা তাঁর মাথা ও মুখে কিল-ঘুষি মেরে পকেটে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন। মুনতাসির জোর করে নিজের মুঠোফোন দিয়ে তাঁর (জোবায়ের) ছবি তোলেন এবং তাঁর বাবার মুঠোফোন নম্বর নিয়ে নিজের (মুনতাসির) ফোন থেকে সেই নম্বরে কল করেন। কিন্তু কথা না বলেই কল কেটে দেন মুনতাসির। পরে তাঁকে চড়থাপ্পড় দিয়ে চলে যাওয়ার সময় তাঁদের পা ধরলে পাঁচ হাজার টাকা ফেরত দিয়ে দ্রুত চলে যান।

পরে ৯৯৯-এ কল করে ঘটনা জানালে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেনসহ ঘটনাস্থলে উপস্থিত হন বলে এজাহারে উল্লেখ করেন ভুক্তভোগী জোবায়ের। তিনি বলেন, ‘ওই উপপরিদর্শক আমার কাছ থেকে মুনতাসিরের নম্বর নিয়ে কৌশলে কথা বলে নূর উদ্দিন ও মুনতাসিরকে রাত সাড়ে আটটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পেলে জিজ্ঞাসাবাদ করেন। তাঁরা ঘটনার কথা স্বীকার করেন। তাঁদের পকেট থেকে পুলিশ আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকাও উদ্ধার করেন।’

জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের মামলায় নূর উদ্দিন আহমেদ ও আবদুল্লাহ আল মুনতাসিরকে আজ থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।