ওয়ার্ড কমিশনারের নির্দেশে ওসমান হাদিকে হত্যা: ডিবি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মঙ্গলবার দাখিলকৃত অভিযোগপত্রে ডিবি জানায়, ওসমান হাদির ‘নতুন ধারার রাজনীতি’ ও সরকার-আওয়ামী লীগ-ছাত্রলীগের সমালোচনার জেরে ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা তাইজুল ইসলাম চৌধুরীর (বাপ্পী) নির্দেশনায় ফয়সাল করিম গুলি করে তাঁকে হত্যা করেন। তাইজুল, ফয়সালসহ ৫ পলাতক আসামি ভারতে অবস্থান করছেন; ১২ জন গ্রেপ্তার হয়েছেন।