প্রতিবেশীর সন্তান চুরি করে গ্রামে পালিয়ে যান দম্পতি, পরে পুলিশের হাতে গ্রেপ্তার
আট বছর আগে বিয়ে হয় হোসনা আক্তার ও মো. রুবেলের। কিন্তু তাঁরা নিসন্তান। তাই প্রতিবেশীর তিন বছর বয়সী এক শিশুকে চুরি করে এই দম্পতি চলে চান কুমিল্লায় গ্রামের বাড়িতে। কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রামের চরপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় শিশুটিকে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আসামিরা অপরাধের কথা স্বীকার করেছেন। মঙ্গলবার বিকেলে উদ্ধার হওয়া শিশুটির বাবার করা মামলায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানার সিডিএ নোয়াপাড়া এলাকায় বাসার সামনে খেলতে বের হয় তিন বছরের ওই শিশু। তার মা বাসায় কাজ করছিলেন। রিকশাচালক বাবা ছিলেন বাইরে। হঠাৎ করেই শিশুটিকে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির বাবা ওই দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তদন্ত করতে গিয়ে ঘটনাস্থলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেখানে দেখা যায় এক নারী শিশুটিকে কোলে করে নিয়ে যাচ্ছেন। স্থানীয় লোকজনকে ছবি দেখানো হলে তাঁরা হোসনে আরাকে শনাক্ত করে। পরে তাঁর বাসায় গিয়ে পুলিশ সেটি তালাবদ্ধ পায়। পরে তাঁদের গ্রামের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। পরে সেখান থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। গ্রেপ্তার করা হয় দম্পতিকে।