হাইকোর্ট মাজার এলাকায় মারধরের শিকার ব্যক্তির মৃত্যু

মরদেহপ্রতীকী ছবি

রাজধানীর হাইকোর্ট মাজার এলাকায় মারধরের শিকার হয়ে আলম (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তিনি মারা যান।

ময়নাতদন্তের জন্য আলমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

শাহবাগ থানার ওসি প্রথম আলোকে বলেন, হাইকোর্ট মাজারের সামনে শুক্রবার বিকেলে ভবঘুরে আলমকে মারধর করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তিনি মারা যান। এ ঘটনায় শাহবাগ থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আলমের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।