রাজধানীতে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের কাছে দুটি ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণপ্রতীকী ছবি

রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের কাছে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত ৮টা ৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর গণসংহতি আন্দোলনের নেতা–কর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন।

ঢাকা নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। কারা কী কারণে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।