বঙ্গবন্ধুর খুনির জামাতার ৭ বছর কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির দায়ে ফুয়াদ জামান নামের এক ব্যক্তিকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এই রায় দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন এই আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

বঙ্গবন্ধুর খুনি সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে শেহনাজ রশিদ খানের স্বামী ফুয়াদ। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথিপত্রের তথ্য বলছে, চার বছর আগে ২০১৮ সালের ১৫ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করেন ফুয়াদ। একই সঙ্গে তিনি বঙ্গবন্ধুর খুনিদের সমর্থন করে ফেসবুকে পোস্ট দেন।

এ ঘটনায় মোহাম্মদ নাজমুল হাসান নামের এক ব্যক্তি বাদী হয়ে ফুয়াদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩০ জুন ফুয়াদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।

আসামি ফুয়াদ দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ফুয়াদের বিরুদ্ধে ২০২১ সালের ৬ জানুয়ারি অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে সাতজন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। আজ আদালত রায় দিলেন।