গেন্ডারিয়ায় রিকশায় যাওয়ার পথে ছাত্রদলের তিন নেতাকে কুপিয়ে আহত

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

রাজধানীর গেন্ডারিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদলের তিন নেতা আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড়ের ট্রাকস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তিনজন হলেন কদমতলী থানা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান সুজন ও মুন্না। কে বা কারা তাঁদের ওপর হামলা চালিয়েছে, এ বিষয়ে তাঁরা কোনো তথ্য দিতে পারেননি।

হামলার বিষয়ে ছাত্রদল নেতা মুন্না বলেন, দয়াগঞ্জ মোড়ের ট্রাকস্ট্যান্ড এলাকায় একটি রিকশায় করে তাঁরা তিনজন যাচ্ছিলেন। এ সময় কয়েকজন রিকশা থামিয়ে তাঁদের ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের ঢামেক হাসপাতালে নিয়ে যান।

এদিকে আহত ছাত্রদল নেতাদের ঢামেক হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় সেখানে তথ্য সংগ্রহ করতে যান প্রথম আলোর ঢামেক সংবাদদাতা মোস্তাফিজুর রহমান। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও তাঁর সঙ্গে থাকা লোকজন মোস্তাফিজুরকে হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, আহতদের বিষয়ে তথ্য জানতে চাইলে প্রথমে ছাত্রদল নেতা রাকিবুল দুর্ব্যবহার করেন। এর প্রতিবাদ করলে তাঁকে ধাক্কাতে ধাক্কাতে সেখান থেকে বের করে দেওয়া হয়। এ সময় তাঁর বাঁ হাত কেটে যায়। তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অভিযোগের বিষয়ে রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কোনো হেনস্তার ঘটনা ঘটেনি। গুরুতর আহত এক সহকর্মীর সঙ্গে ওই সাংবাদিক জোর করে কথা বলতে চাইছিলেন। সাংবাদিক পরিচয় পাওয়ার পর মানবিক দিক বিবেচনা করে তাঁকে আর কথা না বলার অনুরোধ জানানো হয়। এ নিয়ে কিছুটা হট টক (উচ্চবাচ্য) হয়। ঘটনা এটুকুই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিষয়ে জেনে হাসপাতালের জরুরি বিভাগে আসেন কয়েকজন। এ সময় এক সাংবাদিককে তাঁরা ধাক্কা দেন। পরে সেখান থেকে তাঁরা চলে যান।

এদিকে মোস্তাফিজুর রহমানের ওপর হামলার অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমআরএ)।