ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বার্তা পাঠাতেন, ‘স্ত্রী অসুস্থ, টাকা পাঠাও’

ফেসবুক হ্যাকিংয়ের অভিযোগে বৃহস্পতিবার আলমগীর সরদার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি
ছবি: সংগৃহীত

‘আমার স্ত্রী অসুস্থ। টাকা দরকার। কিছু টাকা পাঠাও।’ ফেসবুকে বিভিন্নজনের অ্যাকাউন্ট হ্যাক করে তাঁদের পরিচিতদের মেসেঞ্জারে পাঠানো হতো এমন সব বার্তা। হ্যাক করা অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার কথা বলেও আদায় করা হতো অর্থ। এমন অভিযোগ পেয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার ব্যক্তির নাম আলমগীর সরদার (২৪)। আজ বৃহস্পতিবার খুলনার পাইকগাছার বৃত্তি গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল। এ সময় আলমগীরের কাছ থেকে হ্যাকিংয়ে ব্যবহৃত নানা ডিভাইস এবং বিভিন্ন নামে নিবন্ধিত কয়েকটি মুঠোফোনের সিম উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান প্রথম আলোকে বলেন, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে আলমগীর সরদার লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে রাজধানীর পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

সিপিসি সূত্র জানিয়েছে, হ্যাকিংয়ের শিকার একজন ভুক্তভোগী সিপিসির সাইবার সাপোর্ট ইউনিটে অভিযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে বিষয়টি অনুসন্ধান করা হয়। পরে ঘটনার সঙ্গে জড়িত আলমগীর সরদারকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

সিপিসি কর্মকর্তারা বলেন, জিজ্ঞাসাবাদে আলমগীর পুলিশকে বলেছেন, তিনি ফ্লেক্সিলোড ও মুঠোফোনে আর্থিক সেবার (এমএফএস) ব্যবসা শুরু করেন। পাশাপাশি অনলাইনে ফ্রি ফায়ার গেমের প্রতিও আসক্ত ছিলেন। একপর্যায়ে হ্যাকিংয়ে আগ্রহ হয় তাঁর। এরপর ইন্টারনেট থেকে হ্যাকিংয়ের কৌশল রপ্ত করে বিভিন্নজনের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেন।