রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে খুন
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে ছেলে তাওসিফ রহমানকে (সুমন) ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার ঘটনায় আটক যুবক লিমন সম্প্রতি পরিবারটির সদস্যদের হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় জিডি করেছিলেন বিচারকের স্ত্রী। দারোয়ানকে বিচারকের ভাই পরিচয় দিয়ে লিমন বাসায় প্রবেশ করে।