রাজধানীর চারটি হাসপাতালে র‌্যাবের অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

র‌্যাব

বিভিন্ন অনিয়মের দায়ে রাজধানীর চারটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে ১৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাব–৩–এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাজধানীর খিলগাঁও ও মুগদা এলাকায় এই অভিযান চালানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, রাজধানীর খিলগাঁও এলাকায় বিভিন্ন অনিয়মের দায়ে সীমান্তিক ক্লিনিকের মালিক মো. সামসুদ্দীনকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ক্লিনিকের ল্যাব টেকনিশিয়ান মাহবুব আলমের কোনো ধরনের শিক্ষাগত সনদ না থাকায় তাঁকে সাত দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

খিলগাঁও এলাকার পিপলস হসপিটালে অভিযান চালিয়ে মালিক মো. মনোয়ারুল হকের কাছ থেকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও ব্লাড ব্যাংকের লাইসেন্সের মেয়াদ না থাকা, পরিবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, অস্বাস্থ্যকর অস্ত্রোপচার ও এক্স–রে কক্ষ, অপ্রতুল ডাক্তার, নার্সসহ হাসপাতালটির বিরুদ্ধে নানা অনিয়মের কারণে এ জরিমানা করা হয়।

বিভিন্ন অনিয়মের দায়ে মুগদার ফ্রেন্ডস কেয়ার হাসপাতালের মালিক শফিকুর রহমান ও সাকুর আহমেদকে ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে মুগদার সুরাইয়া হাসপাতালে অভিযান চালিয়ে মালিক মো. সিরাজুল ইসলামকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।