ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা সেজে ভুয়া বিলের অর্থ পরিশোধের নির্দেশ দিতেন তিনি

ভুয়া বিলের অনুলিপি পাঠিয়ে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার কোরবান আলী
ছবি: সংগৃহীত

ভুয়া বিলের অনুলিপি পাঠিয়ে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁর নাম কোরবান আলী শিকদার। সোমবার কুষ্টিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবান আলী বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন শাখার ই-মেইল আইডি, টেলিফোন নম্বর ও মুঠোফোন নম্বর সংগ্রহ করতেন। পরে ‘স্মার্ট সলিউশন’ নামের একটি প্রতিষ্ঠানের প্যাড ব্যবহার করে সিসি ক্যামেরা সার্ভিসিং ও প্রিন্টারের টোনার সরবরাহের ভুয়া বিল-ভাউচার তৈরি করতেন। এসব ভুয়া বিলের অনুলিপি ব্যাংকের বিভিন্ন শাখার ই-মেইলে পাঠাতেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ই–মেইলে ভুয়া বিলের অনুলিপি পাঠানোর পর কোরবান আলী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সেজে সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপককে ফোন দিয়ে বিল পাঠানোর নির্দেশনা দিতেন। সরকারি ও বেসরকারি নয়টি ব্যাংকের কর্মকর্তার কাছ থেকে এই কৌশলে অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।