রাজধানীর কল্যাণপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির শিকার যুবক কারাগারে
রাজধানীর কল্যাণপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির শিকার মো. জাবেরকে (৩৫) আজ বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ রোমন প্রথম আলোকে এ তথ্য জানান।
পুলিশের এই কর্মকর্তা জানান, গতকাল বুধবার বেলা পৌনে ১১টার দিকে কল্যাণপুর মিজান টাওয়ারের সামনে জাবের নামের ওই যুবককে ছিনতাইকারী সন্দেহ গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে। তাঁর কাছ থেকে একটি চাকু ও একটি কাঁচি জব্দ করা হয়েছে।
সাজ্জাদ রোমন বলেন, পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জাবেরকে মিরপুর মডেল থানায় নিয়ে গিয়ে দস্যুতা ঘটানোর অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ (বৃহস্পতিবার) আদালতে তোলা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।