ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তা, গ্রেপ্তার আসামির জামিন
শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফের জামিন মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলার বাদী তাঁর মামলা প্রত্যাহারের জন্য থানায় আবেদন করেন। এই আবেদনে বাদী উল্লেখ করেন, আসামি মোস্তফা আসিফ তাঁর নিজের ভুল বুঝতে পারায় ও তাঁর বাবা নিশর্ত ক্ষমা চাওয়ায় এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় দেশের স্বার্থে তিনি মামলা প্রত্যাহার করছেন। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন।
পরে মামলার বাদীর আবেদন আদালতে উপস্থাপন করে পুলিশ। আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
ওই ছাত্রীকে হেনস্তার অভিযোগে গতকাল বুধবার সন্ধ্যায় মোস্তফা আসিফকে গ্রেপ্তার করে শাহবাগ থানা-পুলিশ। হেনস্তার শিকার ছাত্রী এ বিষয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন এবং পরে শাহবাগ থানায় মামলা করেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেছিলেন, ওই ব্যক্তি ছাত্রীটিকে তাঁর পোশাক নিয়ে রাস্তায় হেনস্তা করেন। ছাত্রীটি এ নিয়ে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন এবং পরে প্রক্টর অফিসে অভিযোগ করেন। পরে বিকেলে শিক্ষার্থীরা অভিযুক্তকে শনাক্ত করে প্রক্টর অফিসে নিয়ে আসে। এ সময় ওই ব্যক্তি ছাত্রীটিকে হেনস্তার করার কথা স্বীকার করে। পরে তাঁকে শাহবাগ থানায় পাঠানো হয় এবং গ্রন্থাগারকে এ বিষয়ে জানানো হয়।
মোস্তফা আসিফের মুক্তির দাবিতে শাহবাগ থানায় অন্তত আট ঘণ্টা অবস্থান নিয়েছিলেন একদল ব্যক্তি। অবস্থানকালে তাঁদের কেউ কেউ নিজেদের ‘তৌহিদি জনতা’ হিসেবে পরিচয় দেন। আজ বিকেলে জামিনে ছাড়া পাওয়ার পর মোস্তফা আসিফকে আদালত চত্বরে একদল লোক ফুলের মালা পরিয়ে দেয়।