সঞ্চয়পত্রে জালিয়াতির ঘটনায় ছাত্রদল নেতার নাম

সঞ্চয়পত্র

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এনএসসি সিস্টেম জালিয়াতি করে সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগে মতিঝিল থানায় মামলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবুল খায়ের মো. খালিদ বাদী হয়ে মামলাটি করেন, যেখানে চারজনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে আরিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের হোতা মোহাম্মদ মারুফ এলাহী, ছাত্রদলের প্রাক্তন সহসভাপতি। এছাড়াও, আরও ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র জালিয়াতির মাধ্যমে তোলার চেষ্টা করা হয়েছিল, যা ব্যর্থ হয়।