মালিবাগে লাইটার চাওয়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে তরুণকে ছুরিকাঘাত
রাজধানীর মালিবাগ এলাকায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মনজুরুল ইসলাম (১৮) নামের এক তরুণ আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলবাগ রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনজুরুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর বন্ধু পরান গাজী। তিনি প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যায় রেললাইনের পাশে আমরা সাত–আটজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। তখন এলাকার তানভীর নামের এক যুবক মনজুরুলের কাছে লাইটার চান। এই নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তানভীরকে থাপ্পড় দেন মনজুরুল। এর ঘণ্টাখানেক পরে তানভীর কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে মনজুরুলকে ছুরিকাঘাত করেন।’
মনজুরুল একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়।