হিরো আলমকে হত্যার হুমকি, একজন কারাগারে

হিরো আলম
ফাইল ছবি

আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

ওই ব্যক্তির নাম আবু আহমেদ (২৪)। গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক রাফাত আরা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

পুলিশ সূত্র জানায়, গতকাল সিলেটের ভাদেশ্বর থেকে আবু আহমেদকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা-পুলিশ। আজ বুধবার ঢাকার সিএমএম আদালতে তাঁকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, গত সোমবার রাত পৌনে ১০টার দিকে হিরো আলমের ব্যক্তিগত মুঠোফোনে কল করে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ওই রাতেই হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে হিরো আলম বলেন, ওই ব্যক্তি তাঁকে গালাগাল করেছেন। পাশাপাশি সাত দিনের মধ্যে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেন। নিজের জীবন শঙ্কা বোধ করায় মধ্যরাতে জিডি করেন।

আরও পড়ুন
আরও পড়ুন