তেল চুরি, ব্রাজিল বাড়ি, আয়েশি জীবন
নারায়ণগঞ্জের ফতুল্লায় 'ব্রাজিল বাড়ি'র মালিক জয়নাল আবেদীনের বিরুদ্ধে তেল চুরি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। যমুনা তেল কোম্পানির চতুর্থ শ্রেণির এই কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতাও। তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত করছে দুদক। তেল চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং বর্তমানে বিএনপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।