যাত্রাবাড়ীতে বাসা থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

লাশপ্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে হুমায়ুন কবির (৪৫) নামের এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি রাজারবাগ পুলিশ লাইনসের পরিবহন খাতে কর্মরত ছিলেন।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক প্রথম আলোকে বলেন, দয়াগঞ্জ এলাকার একটি বাড়ির নিচতলা থেকে হুমায়ুন কবিরের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

রমজানুল হক আরও বলেন, হুমায়ুনের গলায় ফাঁস লাগানোর কালো দাগ রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।