সেনা কল্যাণ ট্রাস্টে চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২

গ্রেপ্তার
প্রতীকী ছবি

গাজীপুরে সেনা কল্যাণ ট্রাস্টে চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁরা হলেন রুবেল আহম্মেদ ও হারুন অর রশিদ। বুধবার ভোররাতে রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাঁদের গ্রেপ্তার করে।

র‌্যাব-৩–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, সেনা কল্যাণ ট্রাস্টের অধীন চুক্তিভিত্তিক বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তিøদিয়েছিলেন প্রতারকেরা। তাঁরা সুপারভাইজার পদে ৪২ মাসের জন্য মাসিক ২২ হাজার টাকা বেতনে চাকরির আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। ভুয়া নিয়োগপত্রও দিতেন তাঁরা। অভিযানে তাঁদের কাছ থেকে ১টি ভুয়া চাকরির বিজ্ঞপ্তি, ২২টি ভুয়া নিয়োগপত্র, ১টি মানিব্যাগ, ৪টি মুঠোফোন ও ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।