তাঁর নামে থানায় ১৫ মামলা, গ্রেপ্তার হয়েছেন ২০ বার
রাজধানীর মিরপুর এলাকা থেকে আবদুল কাদের নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় মিরপুর ২ নম্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন। তিনি বলেন, আবদুল কাদেরের কাছ থেকে শনিবার আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদ মহসীন আরও বলেন, কাদের মিরপুরের শীর্ষ মাদক কারবারিদের একজন। তিনি গাঁজা কাদের নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১৫টি মামলা রয়েছে। আর তিনি এর আগে গ্রেপ্তার হয়েছেন কমপক্ষে ২০ বার। গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে তিনি আবারও গাঁজা বিক্রি শুরু করেন।