আটক
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র‍্যাব–৩। আজ সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এক খুদে বার্তায় এ তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব বলেছে, ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াড দল। আটক দুই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি র‍্যাব। তবে তারা জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।