পুলিশ পরিচয়ে পাসপোর্টের আবেদনকারীদের কাছ থেকে অর্থ আদায়, গ্রেপ্তার ৯

( বাঁ থেকে) গ্রেপ্তার বেলাল, জসিম, আল-আমিন গাজী ও হাসান আহম্মেদছবি: সংগৃহীত

পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা পরিচয় দিয়ে পাসপোর্টের বিভিন্ন আবেদনকারীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন–অর–রশীদ এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেলাল, জসিম, আল-আমিন গাজী, হাসান আহম্মেদ, সোহাগ আলম, হোসাইন মোল্লা, নুরুজ্জামান মিয়া, মামুনুর রহমান ও রাসেল ইসলাম।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, প্রতারক চক্রের সদস্যরা পাসপোর্ট কার্যালয়ের অসাধু কর্মকর্তা, কর্মচারী, পিয়ন ও আনসার সদস্যের যোগসাজশে আবেদনকারীর তথ্য সংগ্রহ করেন। পরে মুঠোফোনে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিচয় দিয়ে আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র (এনআইডি, বিদ্যুৎ বিলের কপি) হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন। পরে ভেরিফিকেশন ও দ্রুত পাসপোর্ট করে দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদায় করেন।

বাঁ থেকে গ্রেপ্তার সোহাগ আলম, হোসাইন মোল্লা, নুরুজ্জামান মিয়া, মামুনুর রহমান ও রাসেল ইসলাম
ছবি: সংগৃহীত

ডিবি বলছে, পাসপোর্ট আবেদনকারীদের তথ্য সংগ্রহের পর চক্রের অন্যতম ব্যক্তি কাজী বেলাল হোসেন ও জসিম উদ্দিনের কাছে সরবরাহ করা হতো। তাঁরা দুজনই পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করতেন। তাঁরা সাধারণ মানুষের নামে নিবন্ধন করা মুঠোফোন নম্বর সংগ্রহ করে প্রতারণার কাজে ব্যবহার করছিলেন। এমনকি অন্যের নামে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট আছে, এমন মুঠোফোন নম্বর সংগ্রহ করে প্রতারণার অর্থ লেনদেন করছিলেন।